market

Bardhaman: বর্ধমানের বাজারগুলোতে অভিযান এনফোর্সমেন্ট বিভাগের

এক বিক্রেতা মদন মণ্ডলের দাবি, বাজারে মালের যোগান ঠিক আছে। দামও বাড়েনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৫:৩১
Share:

বাজারে অভিযান এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের। নিজস্ব চিত্র।

শুক্রবার সাত সকালে বর্ধমানের বাজারগুলোতে হানা দিলেন এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। বাজারে সব্জি, মাছ ইত্যাদিতে ক্রেতাদের কাছে থেকে বেশি দাম নিচ্ছেন কি না তা খতিয়ে দেখেন তাঁরা।

Advertisement

কার্যত লকডাউন চলছে গোটা জেলাতেই৷ নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা থাকছে। কোথাও নিয়ম লঙ্ঘন হলেই পুলিশ গিয়ে বন্ধ করে দিচ্ছে। বৃহস্পতিবার থেকেই বাজারগুলোয় অভিয.আন শুরু করেছে এনফোর্সমেন্ট বিভাগ। জেলা এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক সমরেশ দে বেলন, “লকডাউনের সময়ে কেউ জিনিসের দাম বেশি নিচ্ছ কি না তা খতিয়ে দেখছি আমরা।” তবে বিক্রেতারা সঠিক দামই নিচ্ছেন বলে জানিয়েছেন সমরেশ। পাশাপাশি বাজারে জিনিসের যোগানও যে ঠিক আছে তাও জানিয়েছেন ওই আধিকারিক।

জানা গিয়েছে, গত দু’দিনে বীরহাটা, তেতুলতলা বাজার, স্টেশন বাজার ও ঝুরঝুরেপুল বাজারে এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা পরিদর্শনে গিয়েছেন। এক বিক্রেতা মদন মণ্ডলের দাবি, বাজারে মালের যোগান ঠিক আছে। দামও বাড়েনি।

Advertisement

অন্য দিকে এক ক্রেতা আলমগঞ্জের বাসিন্দা উজ্জ্বল প্রামাণিক জানান, সব্জির দাম নাগালের মধ্যেই আছে। দাম বাড়ে নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement