দামোদরে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র
দামোদরে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল সোমবার দুপুরে। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাঁকুড়ার ভাগলুইয়ের কাছে দেহটি ভাসতে দেখেন স্থানীয়েরা। পুলিশ ও উদ্ধারকারী দল দেহটি নিয়ে যায় বুদবুদ থানায়। পুলিশ জানায়, মৃত শুভজিৎ ঘটক (২৫) রবিবার রাতে রণডিহার লকগেটের নীচে তলিয়ে গিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সন্ধ্যায় গাড়িতে করে দুর্গাপুরের গোপালমাঠ এলাকার শুভজিৎ-সহ পাঁচ জন পাঁচ যুবক রণডিহায় ঘুরতে আসেন। সেই সময়ে শুভজিৎ লকগেটের কাছাকাছি চলে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। দামোদরে সে ভাবে জল না থাকলেও লকগেটে জলের স্রোত ভালই ছিল। সেই সময়ে কোনও ভাবে জলে পড়ে যান শুভজিৎবাবু।
এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় বুদবুদ থানাকেও। রাতে স্থানীয় কয়েকজন জেলে উদ্ধারকাজে নামলেও অন্ধকারে শুভজিতের খোঁজ মেলেনি। সোমবার সকাল থেকে ফের জেলেরা জাল, কাঁটা নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। এ দিকে, দুপুরে বর্ধমান থেকে ছ’জনের একটি উদ্ধারকারী দল হাজির হয় ঘটনাস্থলে। স্পিড বোট-সহ নানা উপকরণ নিয়ে তাঁরা জলে নামেন। উদ্ধারকাজ চলার সময়েই খবর পেয়ে ভাগলুইয়ে দামোদরে ভাসতে থাকা একটি দেহ উদ্ধার করে পুলিশ ও উদ্ধারকারী দল। দেহটি শনাক্ত করেন পরিবারের লোকজন।
পাশাপাশি, এলাকাবাসীর একাংশ লকডাউন-পর্বে এমন ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, নজরদারির অভাবে দামোদরের পাড়ে মদ্যপান, ঝুঁকি নিয়ে স্নান চলছে। চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্যও বলেন, ‘‘প্রশাসনকে নজরদারি বাড়ানোর বিষয়ে আর্জি জানানো হবে। পঞ্চায়েতও নজরদারি চালাবে।’’ পুলিশের অবশ্য দাবি, এলাকায় নিয়মিত নজরদারি চলে।