দোকানের সামনে এই গাড়ি থেকেই টাকা লুঠের চেষ্টা। নিজস্ব চিত্র।
দিনের আলোয় প্রকাশ্যে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা আসানসোলে। সেখানকার রিলায়্যান্সের দোকানে টাকা লুঠ করতে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগে এক নিরাপত্তকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে অপর জন ভর্তি রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শীতলা মোড়ে রয়েছে রিলায়্যান্সের দোকান। সেই দোকানের টাকা নিয়ে যাওয়ার জন্য দোকানের সামনে বেসরকারি সংস্থার গাড়িতে তোলা হচ্ছিল। সে সময় ক্রেতা সেজে সেখানে থাকা দুষ্কৃতীরা টাকা লুঠের চেষ্টা করে। সে সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ো হয়ে যায় বাজারের সামনে থাকা স্থানীয় লোকজনও। তা দেখেই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, ৫ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতে বাইকে করে পালিয়ে যায় তারা। যদি টাকা ভর্তি বাক্স নিয়ে যেতে সমর্থ হয়নি দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের চালানো গুলিতে ওই টাকা সংগ্রহকারী বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রবিউল মৃধা। ওই সংস্থারই অপর এক কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।