Massagram-Bankura rail

শীঘ্রই মসাগ্রাম-বাঁকুড়া রেল চলাচল শুরু হবে, দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ অক্টোবরের মধ্যেই মসাগ্রাম-বাঁকুড়া রেল সংযোগের উদ্বোধন হয়ে যাবে। পরিদর্শন করার পর এমনটাই দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ২৩:৩৭
Share:

—নিজস্ব চিত্র।

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ অক্টোবরের মধ্যেই মসাগ্রাম-বাঁকুড়া রেল সংযোগের উদ্বোধন হয়ে যাবে। পরিদর্শন করার পর এমনটাই দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Advertisement

মঙ্গলবার মসাগ্রাম-বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ পরিদর্শনে গিয়েছিলেন সৌমিত্র। মসাগ্রাম স্টেশনে যান তিনি। সেখানে তিনি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে এই রেলপথের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষেরা। আমরা বার বার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তার ফলস্বরূপ আজ রেললাইন সংযুক্তিকরনের কাজ প্রায় শেষের পথে। বারবার সংসদে আওয়াজ তোলা হয়েছে। এই প্রকল্পে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের সংযোগ ঘটবে।’’

বহু প্রতীক্ষিত বাঁকুড়া থেকে হাওড়া হয়ে মসাগ্রাম রেললাইন সংযুক্তিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। সেই দাবিকে মান্যতা দিয়েই শুরু হয় কাজ। সৌমিত্র জানান, দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই রেললাইনের উদ্বোধন হবে বলে জানান তিনি। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘রেলওয়ে সেফটি বোর্ডের অনুমতি মিললেই লাইনের সংযুক্তি হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement