Tortoise Recovered

স্টেশনে মিলল ৯৮টি কচ্ছপ

প্রতি বছরই শীতে আরপিএফ এবং জিআরপি বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াতকারী একাধিক ট্রেন থেকে কচ্ছপ উদ্ধার করে। এ দিন আরপিএফ ৯৮টি কচ্ছপ উদ্ধার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শীতের শুরুতেই ফের বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল কচ্ছ্বপ। বুধবার সকালে ডাউন চম্বল এক্সপ্রেস থেকে চারটি ব্যাগে কচ্ছপ মেলে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

প্রতি বছরই শীতে আরপিএফ এবং জিআরপি বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াতকারী একাধিক ট্রেন থেকে কচ্ছপ উদ্ধার করে। এ দিন আরপিএফ ৯৮টি কচ্ছপ উদ্ধার করেছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, কচ্ছপগুলিকে পাচারের উদ্দেশে তিনটি পিঠব্যাগ ও একটি নাইলনের ব্যাগে ভরে ট্রেনের আসনের নীচে ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনের সাধারণ কামরায় তল্লাশি চালানোর সময়ে বিষয়টি ধরা পড়ে। কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে আপাতত পর্যবেক্ষণে রমনাবাগানে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলিকে বিভিন্ন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement