— প্রতীকী চিত্র।
পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বড়া গ্রামে মন্দির থেকে রুপোর সিংহাসন, সোনা ও রুপোর পৈতে এবং অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে হেফাজতে নিল পুলিশ। তাঁর নাম জাহেদ শেখ। বীরভূমের লাভপুর থানার পুরাতন মহুগ্রামে তাঁর বাড়ি। লাভপুর থানার একটি চুরির মামলায় জাহেদ গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে তিনি আউশগ্রামের মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেন। এর পরেই লাভপুর থানা থেকে বিষয়টি আউশগ্রাম থানায় জানানো হয়। তাঁকে সিউড়ি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান সিজেএম আদালতে আউশগ্রাম থানার তদন্তকারী অফিসার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর সিউড়ি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরিতে জাহেদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
এ ছাড়াও এলাকার সিসি ক্যামেরার ফুটেজও পুলিশ সংগ্রহ করে। তাতেও চুরিতে জাহেদের জড়িত থাকার বিষয়ে জানা যায়। এর পরেই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেইমতো শনিবার তাঁকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির মালপত্র উদ্ধার করতে এবং বাকি জড়িতদের হদিস পেতে তাঁকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাঁকে তিন দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ মার্চ রাতে বড়া গ্রামে নারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে রুপোর সিংহাসন, সোনা ও রুপোর পৈতে এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে পালায় চোরে। পরের দিন সকালে মন্দিরে পুজো করতে এসে চুরির বিষয়টি জানতে পারেন সেবায়েত। এর পরেই ঘটনার কথা জানিয়ে চন্দ্রশেখর পাঁজা থানায় অভিযোগ দায়ের করেন।