Jamuria Bypass Road Block

ঘোলা জল, অবরোধ জামুড়িয়া বাইপাসে

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার কলে পুরসভা জল সরবরাহ করে। তিন মাসের বেশি হল দূষিত, ঘোলা জল আসছে। তাতে নানা রকম পেটের রোগের প্রকোপ দেখা দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৮:৪৪
Share:

জলের দাবিতে বিক্ষোভ জামুড়িয়ায়। নিজস্ব চিত্র Stock Photographer

স্বচ্ছ পানীয় জলের দাবিতে জামুড়িয়া বাইপাস প্রায় ৩০ মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরসভার চার নম্বর ওয়ার্ডের ছ’নম্বর এলাকার বাসিন্দারা। রবিবার সকালের ঘটনা। স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার কলে পুরসভা জল সরবরাহ করে। তিন মাসের বেশি হল দূষিত, ঘোলা জল আসছে। তাতে নানা রকম পেটের রোগের প্রকোপ দেখা দিচ্ছে। সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে শিশুরা। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বেশিরভাগ পরিবার অভাবী। এই জল বেশি দিন ব্যবহার করলে জটিল রোগ হবে। বেশির ভাগ পরিবারের চিকিৎসা করানোর ক্ষমতা নেই। স্থানীয় কাউন্সিলরের কাছে স্বচ্ছ জল সরবরাহের দাবি জানিয়েও সমস্যা না মেটায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ বলে বিক্ষোভকারীদের দাবি।

স্থানীয় কাউন্সিলর তথা এক নম্বর বরো চেয়ারম্যান সানদার শেখ জানান, জামুড়িয়া পুর এলাকায় অজয় নদের দরবারডাঙ্গা জল প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়। সম্প্রতি কয়েক’টি এলাকার বাসিন্দারা দূষিত ঘোলা জল সরবরাহের অভিযোগ তোলায় পুরসভার বাস্তুকার জল প্রকল্প নিরীক্ষণ করেছেন। তাঁর কথায়, ‘‘কোনও ভাবে পাইপলাইনে ছিদ্র থাকায় বাইরে থেকে জল পাইপে ঢুকে যাচ্ছে। দ্রুত মেরামত করে সমস্যা মেটানো হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement