এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে পাণ্ডবেশ্বরে তৃণমূলে যোগ দিলেন বামেদের বেশ কয়েক জন জনপ্রতিনিধি ও নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন বিজয় সিংহ নামে এক স্থানীয় সিপিএম নেতা, যাঁর বিরুদ্ধে এক সময়ে বেআইনি কয়লা কারবার-সহ নানা অভিযোগ উঠেছিল। তিনি দিন ছয়েক আগেই তাদের সংগঠনে যোগ দেন বলে জানায় আইএনটিটিইউসি প্রভাবিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি।
এ দিন বিজয়বাবু তৃণমূলে যোগ দেওয়ার পরে কেকেএসসি-র সাধারণ সম্পাদক হরেরাম সিংহ বলেন, ‘‘বিজয় বেশ কিছু দিন আগেই ভূল বুঝে পথ পরিবর্তন করতে চাইছিল। কিন্তু চাপে পড়ে তা করতে পারছিল না। কিছু দিন আগে আমার কাছে বিজয় এসেছিল। ওকে আমি জানিয়েছি, তুমি আমাদের সংগঠনে যোগ দাও, তোমাকে ঠিক পথে নিয়ে যাব।’’ বিজয়বাবু সম্পর্কে কোনও কথা না বললেও এ দিন জিতেন্দ্রবাবু বলেন, ‘‘আগে বিভিন্ন অবৈধ কারবারে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা যদি ভাবেন তৃণমূলে নাম লিখিয়ে আগের মতোই কারবার চালিয়ে যাবেন, তাঁরা ভুল করছেন। দল এ সব বরদাস্ত করবে না।’’ গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। সিপিএম নেতারা এ ব্যাপারে কোনও কথা বলতে চাননি।