rainfall

একটানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা, চলছে উদ্ধারকাজ

গাড়ুই নদীর জলের তোড়ে এক যুবক ভেসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২২ বছরের ওই যুবকের নাম ইফতেকার আলম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৮:১৭
Share:
Advertisement

টানা তিনদিনের বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আসানসোলের বেশ কিছু এলাকায়। গাড়ুই এবং নুনিয়া নদীর জল অত্যাধিক বেড়ে গিয়েছে। যার জেরে ওই নদী সংলগ্ন এলাকার বাড়িগুলিতে ঢুকে গিয়েছে জল। আসানসোলের রেলপার এলাকার রামকৃষ্ণ ডাঙ্গা, ধাদকা, জাহাঙ্গীর মোহল্লা, হাজি কদম রাসুল স্কুল সংলগ্ন এলাকাও জলমগ্ন হয়েছে। ওই সব এলাকার বাসিন্দাদের শুক্রবার সকালে তাঁদের ঘর থেকে বের করে আনেন উদ্ধারকারী দলের সদস্যরা।

গাড়ুই নদীর জলের তোড়ে এক যুবক ভেসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২২ বছরের ওই যুবকের নাম ইফতেকার আলম। তার বাড়ি আসানসোল রেলপার নয়া মহল্লায়। তাঁকে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

আসানসোল পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখেছেন। তিনি বলেছেন, ‘‘উদ্ধার কাজ চলছে। কেউ আটকে থাকলে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement