Suicide

Chhath Puja: ছটপুজোয় পাড়ায় নাচানাচি, বাবা প্রকাশ্যে মারধর করায় আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী

মৃতের নাম অঙ্কিতা বিশ্বাস (১২)। স্থানীয় ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২২:৫৫
Share:

মৃতের নাম অঙ্কিতা বিশ্বাস (১২)। স্থানীয় ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে।

ছট পুজোয় পাড়ার অনেক রাত পর্যন্ত নাচানাচি করার জন্য প্রকাশ্যে বাবার হাতে মার খেয়ে অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার হাটকালনা এলাকায়।

মৃতের নাম অঙ্কিতা বিশ্বাস (১২)। স্থানীয় ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। বুধবার সকালে বাড়ি থেকে অঙ্কিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানাচ্ছেন, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার রাতে তাঁদের পাড়ায় মাইকে গান বাজানো হচ্ছিল। পাড়ার অন্য ছেলেমেয়েদের সঙ্গে অঙ্কিতাও সেখানে নাচানাচিতে মেতে ওঠে। অনেক রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় রেগে যান বাবা বিমল বিশ্বাস। মারতে মারতে মেয়েকে সেখান থেকে ঘরে নিয়ে আসেন। এই ঘটনায় লজ্জায় অভিমানে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অঙ্কিতা। এমনটাই দাবি প্রতিবেশীদের।

Advertisement

মেয়েকে মারধরের কথা স্বীকার করেছেন তার বাবা বিমল। তবে বিমলের দাবি, নাচানাচি করার জন্য নয়, মেয়ের স্কুলের ব্যাগ থেকে ‘প্রেমপত্র’ পেয়েছিলেন তিনি। তাতেই রেগে গিয়ে মেয়ের গায়ে হাত তুলেছেন।

কালনা মহকুমা হাসপাতালে অঙ্কিতার দেহের ময়নাতদন্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement