Jyotipriya Mallick

তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া লোকজনই অশান্তি পাকাচ্ছে, দাবি জ্যোতিপ্রিয়র

তৃণমূলের লোকজন তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছেন বলে গোড়া থেকেই অভিযোগ তুলে আসছেন বিজেপি সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২১:৪৫
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। —নিজস্ব চিত্র।

ভোটের আগে বিজেপির সঙ্গে সঙ্ঘাত আরও গাঢ় হবে। বর্ধমানে উচালন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি জেলার বিভিন্ন জায়গায় দুই দলের মধ্যে সঙ্ঘর্ষের ঘটনা সামনে এসেছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন জ্যোতিপ্রিয়।

Advertisement

তৃণমূলের লোকজন তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছেন বলে গোড়া থেকেই অভিযোগ তুলে আসছেন বিজেপি সমর্থকরা। সেই অভিযোগ খারিজ করে দেন জ্যোতিপ্রিয়।

জ্যোতিপ্রিয় বলেন, ‘‘তৃণমূলের তো কাজ নেই যে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করতে যাবে! এত দিন যাঁরা তৃণমূলের খেয়েছেন, ভোগ করেছে ,তাঁরা এখন বিজেপি-তে গিয়ে নেতা হয়ে গিয়েছেন। বিজেপি-তে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতেই এই রকম নোংরামি করছেন। এই তো সবে শুরু। আরও অনেক কিছু দেখা যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement