‘ঐশীর পাশে আছি’, বার্তা পথেই, রাস্তায় বাম, তৃণমূল

রবিবারের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এসএফআই দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে রেললাইনে নেমে বিক্ষোভ দেখায়। রেল পুলিশ তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে সরিয়ে দেয়।

Advertisement

সুব্রত সীট

দুর্গাপুর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০১:৪২
Share:

প্রতিবাদে: বাঁ দিকে, দুর্গাপুর স্টেশন এলাকায় এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচি। ছবি: বিকাশ মশান

জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী, দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষের উপরে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে পশ্চিম বর্ধমানের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হল। বামেরা ছাড়াও নানা কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনাকে প্রায় প্রতিটি ক্ষেত্রেই চড়া ছিল প্রতিবাদের সুর। প্রতিবাদীরা আওয়াজ তোলেন, ‘ধিক্ ধিক্ ধিক্কার’। যদিও জেলার এবিভিপি নেতৃত্ব এই ঘটনার নেপথ্যে বামপন্থী ছাত্র সংগঠনের দিকেই তোপ দেগেছে।

Advertisement

রবিবারের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এসএফআই দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে রেললাইনে নেমে বিক্ষোভ দেখায়। রেল পুলিশ তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে সরিয়ে দেয়। সেই সময়ে কোনও ট্রেন না আসায় সমস্যা হয়নি। সংগঠনের জেলা কমিটির সদস্য রোহন শর্মা বলেন, ‘‘ঐশীর উপরে হামলার প্রতিবাদে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।’’ স্টেশন লাগোয়া এলাকায় এসএফআই মিছিল করে। হামলায় আরএসএস, এবিভিপি, বিজেপি জড়িত, এই অভিযোগে দুর্গাপুরে মিছিল করে সিপিএম। পাশাপাশি, অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনেও অবস্থান-বিক্ষোভ করে সিপিএম। এসএফআই সূত্রে জানা যায়, আগামী ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘট হতে পারে। ঘটনার প্রতিবাদে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘ফ্যাসিবাদি কায়দায় হামলা চলছে শিক্ষা প্রতিষ্ঠানে। ৮ জানুয়ারি দেশ জুড়ে তীব্রপ্রতিবাদ হবে।’’

এ দিন ঐশী যে পাড়ার বাসিন্দা, সেই ডিটিপিএস কলোনিতে সিটু প্রভাবিত ‘ডিভিসি শ্রমিক ইউনিয়ন’ও এই ঘটনাকে ধিক্কার জানায়। সংগঠনের সম্পাদক অভিজিৎ রায় বলেন, ‘‘ঐশী আমাদের ডিভিসি পরিবারের মেয়ে। ওর পাশে আমরা সবাই আছি।’’ আজ, মঙ্গলবার বিকালে ডিটিপিএস প্ল্যান্ট থেকে ডিটিপিএস কলোনি হয়ে একটি ধিক্কার মিছিল বার করা হবে বলে জানান অভিজিৎবাবু। পাশাপাশি, ক্ষোভের আঁচ দেখা গিয়েছে আসানসোলেও। সেখানে রবীন্দ্র ভবনের সামনে বামপন্থী শিক্ষক ও ছাত্র সংগঠনের গণমঞ্চ মোমবাতি মিছিল করে। হয় প্রতিবাদ সভাও। দুর্গাপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘পড়ুয়াদের উপরে এমন আক্রমণ নেমে আসছে যে, দেশের সব মতের পড়ুয়াদের প্রতিবাদের পথে আসতে হচ্ছে।’’

Advertisement

তবে শুধু বামেরা নয়, ঐশী এবং তাঁর সঙ্গীদের উপরে হামলার প্রতিবাদে পথে নেমেছে টিএমসিপি-ও। দুর্গাপুরের আইটিআই কলেজ থেকে মিছিল বার করে তৃণমূল ছাত্র পরিষদ। আইটিআই কলেজ থেকে মিছিল শুরু হয়ে মুচিপাড়া, এফসিআই মোড় হয়ে ফের কলেজে এসে শেষ হয় মিছিল। সংগঠনের জেলা কার্যকরী সভাপতি ইমরান খান বলেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে জেএনইউয়ে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপরে হামলা চালিয়েছে বিজেপি। তীব্র ধিক্কার জানাচ্ছি।’’ ঐশী জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এই ঘটনার পরে সোমবার তিনি বলেন, ‘‘হামলার নিন্দা করছি। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে আমরা ঐশী ও তাঁর পরিবারের পাশে আছি।’’ পাশাপাশি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি এই ঘটনার প্রতিবাদে সাত দিনের অবস্থান কর্মসূচি নিয়েছে। অণ্ডালেও মিছিল করে তৃণমূল।

তবে এ বিষয়ে দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘জেএনইউ-তে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। সব আক্রান্তের পরিবারের সহমর্মী আমরা। এমন ঘটনায় এবিভিপি-র কেউ যুক্ত নন। হতে পারে পড়ুয়াদের নিজেদের মধ্যে কোনও মতান্তর থেকে অশান্তি ছড়িয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement