তদন্তে পুলিশ। - নিজস্ব চিত্র
পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য নুরুল হাসানের বাড়িতে হামলার অভিযোগে রাজনৈতিক উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগ উঠেছে তৃণমূলেরই স্থানীয় নেতা শেখ জামালের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ।
নুরুল তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা। এখন জেলা পরিষদের সদস্য নুরুলের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাঁর বাড়িতে হামলার চক্রান্ত চলছিল। বৃহস্পতিবার তিনি বর্ধমান থানায় প্রাণনাশের আশঙ্কায় অভিযোগও জানিয়েছিলেন। নরুলের বক্তব্য, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ তাঁর ভোতার পাড়ের বাড়িতে বোমা হামলা হয়। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না।
নরুলের অভিযোগ, এই হামলার পিছনে দলেরই স্থানীয় নেতা শেখ জামাল। তবে ওই সময় ঘরে কেউ না থাকায় কারও কোনও ক্ষতি হয় নি। এই ঘটনা নিয়ে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাধিপতি তৃণমূল নেতা দেবু টুডু জানিয়েছেন, নুরুলের অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। তবে দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
শেখ জামাল তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি কাকলি গুপ্তর অনুগামী হিসেবে পরিচিত। এই ঘটনা নিয়ে কাকলি বলেন, "শেখ জামাল দলের রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি। জামাল ভালো ছেলে। সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাঁর অনুগামীদের বিরুদ্ধে আগেও এই ভাবে চক্রান্ত করা হয়েছে।" অভিযুক্ত জামালও জানিয়েছেন, তিনি হামলায় যুক্ত নন। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।