West Bengal Panchayat Election 2023

তৃণমূলের ভয়ে দুধের শিশু নিয়ে ঘরছাড়া ভোটে দাঁড়ানো দম্পতি! বিজেপির অভিযোগ ওড়াল তৃণমূল

বাড়ি ছেড়ে শিশু নিয়ে গোপনে আশ্রয় নিলেন এক দম্পতি। বিজেপির অভিযোগ, এ ভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে চাইছে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৮:৫৮
Share:

ছেলে কোলে নিয়ে বিজেপি প্রার্থী। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন এক দম্পতি। তার পর মনোনয়ন প্রত্যাহারে জন্য লাগাতার চাপ আসছে বলে অভিযোগ। শেষমেশ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাড়ি থেকে বেরিয়ে গোপন স্থানে আশ্রয় নিলেন ওই দম্পতি। সঙ্গে রয়েছে দুধের শিশু। বিজেপির অভিযোগ, এ ভাবেই চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে চাইছে তৃণমূল। আসলে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চায়। অন্য দিকে, তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করে পাল্টা অভিযোগ করেছে।

Advertisement

পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থী হয়েছে সুভাষ কিস্কু এবং সুনীতা কিস্কু। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য তাঁদের শাসাচ্ছে। প্রাণের ভয়ে তাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা। আসানসোলে একটি গোপন জায়গায় আশ্রয় নিয়েছেন।

সুনীতার কথায়, ‘‘তৃণমূলের ভয়ে এক মাসের বাচ্চা নিয়ে বাড়ির বাইরে চলে এসেছি। শুধুমাত্র বিজেপি প্রার্থী হওয়ার জন্য হুমকি পাচ্ছি। ওরা বার বার বলছে, মনোনয়ন প্রত্যাহার করে নাও। না হলে ফল ভাল হবে না।’’ সুনীতার স্বামী সুভাষ বলেন, ‘‘আমরা স্বামী-স্ত্রী দু’জনেই বিজেপি প্রার্থী হয়েছি। তার পর থেকেই তৃণমূল বলছে মনোনয়ন প্রত্যাহার করে নাও। না হলে ঝামেলা করব। তার পর থেকে আমরা বাড়িছাড়া।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে বলছে। তাতে একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে।’’

Advertisement

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে গ্রামে-গ্রামে এই রকম হুমকি পাচ্ছেন বিরোধী প্রার্থীরা। তাই এক মাসের বাচ্চাকে নিয়েও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এই দম্পতি। সুনীতা এবং সুভাষ বলেন, ‘‘আমরা মনোনয়ন প্রত্যাহার করব না। তাই বাচ্চাকে সঙ্গে নিয়ে আসানসোলে লুকিয়ে আছি।’’

এই প্রসঙ্গে তৃণমূল নেতা ভোলা সিংহ বলেন, ‘‘আমরা কাউকে জোর করে কিছু করছি না। তৃণমূলের ভয়ে ওঁরা বাড়ি ছেড়েছেন, এই অভিযোগ প্রমাণ করতে পারলে আমি দল ছেড়ে দেব।’’ তৃণমূল নেতার সংযোজন, ‘‘এঁরা নিজেরা মনোনয়ন দিয়েছেন। এখন নিজেরাই তা প্রত্যাহার করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement