প্রস্তুতি: দুর্গাপুরের এক স্কুলে মঙ্গলবার। নিজস্ব চিত্র
মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে বেড়েছে মেয়েদের সংখ্যা। কিন্তু দুর্গাপুর শহরে ছবিটা বদলে গিয়েছে। ছেলেরা সংখ্যায় টেক্কা দিচ্ছে মেয়েদের।
এ বার জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৫৩২টি স্কুলের ৬২,৪২৮ জন পরীক্ষায় বসবে। তার মধ্যে ছাত্র ২৯,৯৬৯ জন এবং ছাত্রী ৩২,৪৫৯ জন। এ বার মাধ্যমিকেও পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ হাজার বেশি। তবে দুর্গাপুর শহরে উচ্চ মাধ্যমিকে মোট ১১,৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬০০৫ ও ছাত্রী ৫৮৭৬ জন।
আরও পড়ুন: আশ্বিনে পাওয়া শিউলি-বিদায় রামপদর
জেলায় এক নজরে
• মোট পরীক্ষার্থী: ৬২, ৪২৮
• ছাত্র: ২৯, ৯৬৯
• ছাত্রী: ৩২, ৪৫৯
• মোট পরীক্ষা কেন্দ্র: ১৬৭
পরীক্ষার হলে পৌঁছনোর আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা এ বার সম্পূর্ণ নিষিদ্ধ। কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা হয়েছে। ফলে, তেমন চেষ্টা হলে ধরা পড়ে যাবে। হলে শুধু ছাত্রছাত্রীরা নয়, পরীক্ষার নজরদারও মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৬৭টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ৩৬টি এবং মহিলা ৪১টি। ৯০টি উভয়ের জন্য।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আঞ্চলিক পরিবহণ দফতর পরীক্ষার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। স্কুল চত্বরে বা পরীক্ষাকেন্দ্রের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। বহিরাগত কেউ ঢুকতে পারবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা পরামর্শদাতা কমিটির সদস্য তথা দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক বলেন, ‘‘মানুষের কাছে আমাদের আবেদন, লাউডস্পিকার না বাজানো এবং রাস্তায় পরীক্ষার সময়ে কোনও মিছিল বা সভা যেন না করা হয়। পরীক্ষার্থীদের প্রতি সবার সহানুভূতি প্রয়োজন।’’ জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে ৯৪৩৩২৮২৯৪০ নম্বরে যোগাযোগ করতে পারে।