Murder

Galsi Murder: অপরাধীরা এখনও ঘুরছে গ্রামে, আমরাও সিবিআই চাই, বলছেন গলসির নিহত যুবকের স্ত্রী

ঘটনার পর এখনও থমথমে সন্তোষপুর। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন নিহত উৎপল ঘোষের স্ত্রী সাধনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৭:১৪
Share:

সিবিআই তদন্তের জাবি করলেন নিহত উৎপল ঘোষের স্ত্রী সাধনা। —নিজস্ব চিত্র।

খুনের বদলা নিতে আগুন! বগটুই-কাণ্ডের রেশ কাটতে না-কাটতে সোমবার পূর্ব বর্ধমানের গলসির রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনা ঘিরে। ঘটনার পর এখনও থমথমে সন্তোষপুর। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন নিহত উৎপল ঘোষের স্ত্রী সাধনা।
অভিযোগ, মনোজ ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা উৎপলের স্ত্রী সাধনাকে উত্যক্ত করতেন। এর পর মনোজের বিরুদ্ধে গলসি থানায় অভিযোগ জানিয়েছিলেন মনোজ। তার বদলা নিতেই রবিবার মনোজ কুড়ুল দিয়ে উৎপলকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। মনোজকে রবিবার রাতেই গ্রেফতার করে পুলিশ। এর পর সোমবার উত্তেজিত জনতা মনোজের জ্যাঠা এবং কাকার বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ। রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পর এখনও থমথমে সন্তোষপুর। সাধনার বক্তব্য, ‘‘অপরাধীরা এখনও দিব্যি গ্রামে ঘোরাঘুরি করছে। অথচ সাধারণ মানুষকে পুলিশ গ্রেফতার করেছে। নিরীহ মানুষ জন জেলে।’’ সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাধনার আরও বক্তব্য, ‘‘মনোজকে পুলিশ গ্রেফতার করলেও তার বাবা কার্তিক ঘোষ এবং কাকা হারাধন ঘোষকে পুলিশ ছেড়ে দিয়েছে। গোটা গ্রাম পুরুষশূন্য। পুলিশের ধরপাকড়ের ভয়ে সবাই ঘরছাড়া।’’

Advertisement

বুধবার নিহত উৎপলের ক্ষৌরকর্ম। কিন্তু গোটা গ্রাম পুরুষশূন্য হওয়ায় ক্ষৌরকর্ম করার জন্য নাপিত পায়নি উৎপলের পরিবার। উৎপলের কাকা ভরত ঘোষের বক্তব্য, ‘‘যাঁরা যজমানি করেন তাঁদের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তাই আমরা কাজ করতে পারছি না।’’ জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের কথায়, ‘‘সব দিক বিবেচনা করেই পুলিশ তদন্ত করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement