Road Accident

বর্ষবরণে ট্রাক উল্টে চার জনের মৃত্যু পূর্ব বর্ধমানে, গুরুতর জখম হয়ে হাসপাতালে দু’জন

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বুড়ো মল্লিক, সুরজিৎ মাণ্ডি, গফুর মির্জা এবং রটে মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়না শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ০৯:৫১
Share:

প্রতীকী ছবি।

বছরের প্রথম দিনেই পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের। গুরুতর জখম হয়েছেন দু’জন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বুড়ো মল্লিক, সুরজিৎ মাণ্ডি, গফুর মির্জা এবং রটে মল্লিক। তাঁরা রায়না থানার বহরমপুর ও দেবিবরপুর গ্রামের বাসিন্দা। জখম দুই ব্যক্তিকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিকেলে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকা থেকে ধানবোঝাই ট্রাকে করে ওই ছ’জন পূর্ব বর্ধমানের দিকে আসছিলেন। জয়কৃষ্ণপুর এলাকায় চাকা পাংচার হয়ে রাস্তার ধারে উল্টে যায় ট্রাকটি। ট্রাকের নীচে চাপা পড়েন ছ’জন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁদেরউদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জন চিকিৎসাধীন।

র্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement