বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে জ্বলছে আগুন। —নিজস্ব চিত্র।
বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। সোমবার রাতে বর্ধমান শহরের কৃষ্ণসায়র পরিবেশ কাননে আগুন লাগে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই পরিবেশ কাননের চাঁদনিঘাট সংলগ্ন একটি গোডাউনে রাত্রি ৯টা নাগাদ আগুন লাগে। নিরাপত্তারক্ষীরাই প্রথম আগুন দেখতে পান। তাঁরা দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভোরের দিকে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণসায়র পরিবেশ কাননের পুকুরে মাছ চাষের জিনিসপত্র এখানে রাখা হয়। আগুন লাগার সময় প্রচুর শুকনো কাঠ সেখানে মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা ছিল। তবে দমকলের চেষ্টায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মী শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে পুকুরে মাছ চাষের বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। সবই প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। দমকল ঠিক সময়ে না এলে আগুন অন্যত্র ছড়িয়ে যেত। সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক হত।”
সোমবার রাতে এই জেলারই গুসকরায় কিসান মান্ডি চত্বরে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।