WB Forest Department

খাঁচাতেই মৃত্যু হল বন দফতরের উদ্ধার করা পাখিদের, কারণ খুঁজতে ময়নাতদন্তের নির্দেশ

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বদ্রি পাখিগুলিকে রানিগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করেন কর্মীরা। উদ্ধারের পর তাদের বন দফতরের খাঁচার মধ্যে রাখা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৪০
Share:

উদ্ধার হওয়া পাখিগুলির মৃত্যু হয়েছে খাঁচায়। — নিজস্ব চিত্র।

কয়েকটি বদ্রি পাখিকে উদ্ধার করে এনে খাঁচায় রেখেছিল বন দফতর। সেখানেই মৃত্যু হয়েছে পাখিগুলির। আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়াণপুরের ঘটনা। তাদের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বন দফতরের আধিকারিক।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বদ্রি পাখিগুলিকে রানিগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করেন কর্মীরা। উদ্ধারের পর তাদের বন দফতরের খাঁচার মধ্যে রাখা হয়েছিল। আসানসোল(টি)রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ জানান, রানিগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি এবং টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক এবং গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল। কিন্তু কয়েকটি পাখিকে বন দফতরের খাঁচায় ভরে রাখা হয়। সেগুলি হঠাৎ করে মারা যায়।

পাখিগুলির মৃত্যুতে আঙুল উঠছে বন দফতরের দিকে। অনেকেই কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। পাখিগুলির মৃত্যুর কারণ জানাতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন রেঞ্জ আধিকারিক তমালিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement