ECL

ঠিকাদারের বিল মেটানোর জন্য ঘুষ, পাঁচ বছরের কারাদণ্ড ইসিএলের আধিকারিকের

ইসিএলে ঠিকাদারদের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এই কাজ করতে গিয়ে সংস্থার সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিক অমিতকুমার কেডিয়া সিবিআইয়ের হাতে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৮
Share:

প্রতীকী ছবি।

ঠিকাদারের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হলেন ইসিএলের এক আধিকারিক। তাঁর পাঁচ বছর কারাবাসের সাজা দিল আসানসোলের সিবিআই আদালত।

Advertisement

ইসিএলে ঠিকাদারদের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এই কাজ করতে গিয়ে সংস্থার সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিক অমিতকুমার কেডিয়া সিবিআইয়ের হাতে পড়েন। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালে দুর্নীতি মোকাবিলা আইনের ধারায় মামলা রুজু হয়। ১৩ বছর পর সেই মামলার নিষ্পত্তি হল। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল আদালত। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অমিতের পাঁচ বছরের কারবাসের নির্দেশ দেন। পাশাপাশিই, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাবাসের সাজাও শোনান তিনি।

এই মামলায় আর এক অভিযুক্ত সমরকুমার চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে বিনা শর্তে মুক্তি দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement