—ফাইল চিত্র।
রবিবার থেকে বন্ধ হচ্ছে দুর্গাপুর ব্যারাজ। নতুন লক গেট বসানোর কাজ চলবে বলেই পাঁচ দিনের জন্য দুর্গাপুর ও বাঁকুড়ার সংযোগরক্ষাকারী ওই ব্যারাজ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। তবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর, এই পাঁচ দিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত অ্যাম্বুল্যান্স, দমকলের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের চলাচলে ছাড় দেওয়া হয়েছে।
দামোদর নদের উপর নির্মিত দুর্গাপুর ব্যারাজের ৩৪টি লক গেটের মধ্যে ইতিমধ্যেই ১০টি বদলে নতুন গেট বসানো হয়েছে। সেচ দফতর সূত্রে খবর, এ বার ৭ নম্বর লক গেট পরিবর্তন করা হবে। বর্ষার সময় বলেই পাঁচ দিন সময় নেওয়া হয়েছে। যদি বৃষ্টি তেমন না হয়, তা হলে নতুন গেট বসানোর কাজ তিন-চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সেচ দফতরের দুর্গাপুর ব্যারাজের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘নতুন লক গেট বসানোর জন্যে রাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাজ শেষ হলেই ব্যারাজ খুলে দেওয়া হবে।’’