এই নোটই উদ্ধার হয়েছে। ছবি: ভিডিয়ো গ্র্যাব।
আগাছা সাফাই করতে গিয়ে লক্ষাধিক টাকার ৫০০-র নোট উদ্ধার দুর্গাপুরে। যেখান থেকে এই বিপুল পরিমাণ বাতিল নোট উদ্ধার হয়েছে, ওই এলাকায় একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক রয়েছে। তবে নোটবন্দির পাঁচ বছরের মাথায় কোত্থেকে ওই বাতিল নোট সেখানে এল, তার হদিশ মেলেনি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
সোমবার সকালের ঘটনা। দুর্গাপুরের সিজোনে ১০০ দিনের কাজ চলছিল। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংলগ্ন ওই জঙ্গল পরিষ্কার করছিলেন কর্মীরা। সেই সময়ই বাতিল ৫০০ টাকার নোটের তাড়া পড়ে থাকতে দেখেন তাঁরা, যার মধ্যে কিছু নোট ছেঁড়াও ছিল। সঙ্গে সঙ্গে সুপারভাইজার বুলু খাঁ-কে বিষয়টি জানান তাঁরা। তিনিই পুলিশে খবর দেন।
সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে ওই নোটের তাড়াগুলি উদ্ধার করে। কিন্তু জঙ্গলের মধ্যে নোটগুলি কোত্থেকে এল, এখনও তার হদিশ পাননি তাঁরা। নোটগুলি উদ্ধার করে থানায়নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।