জাহিদ আখতার। — নিজস্ব চিত্র।
তিন দিন ধরে নিখোঁজ ছিলেন যুবক। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার হল নর্দমা থেকে। এই ঘটনা ঘটেছে আসানসোলের হীরাপুর থানার রহমতনগরের চাষাপট্টি এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার রেলপার মুখশুদ্ধি এলাকার বাসিন্দা জাহিদ আখতার (৩৫)। তিনি নিখোঁজ ছিলেন গত ১৫ মে থেকে। বৃহস্পতিবার রহমতনগরের চাষাপট্টি এলাকার একটি নর্দমায় জাহিদের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। জাহিদকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর দেহে আঘাতের চিহ্নও মিলেছে বলে তাঁদের দাবি।
ওই ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্দমা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলেও পুলিশের দাবি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন ওই যুবক কোনও ভাবে গভীর নর্দমায় পড়ে গিয়েছিলেন। তার ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।