বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ফ্লু ক্লিনিক’-এর সামনে ভিড়। মঙ্গলবার সকালে। নিজস্ব চিত্র
‘লকডাউন’ শুরুর ঠিক আগে-পরে কয়েকদিন দেখা গিয়েছিল লম্বা লাইন। তার পরে রোগীর ভিড় অনেকটাই কমেছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ফ্লু ক্লিনিক’-এ। তবে খণ্ডঘোষের এক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পরেই ফের লাইন পড়ছে সে ক্লিনিকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনে সেখানে আসা রোগীদের মধ্যে কয়েকজনকে শহরের বামবটতলার যে বেসরকারি হাসপাতালটি ‘কোভিড হাসপাতাল’ করা হয়েছে, সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁদের নমুনা সংগ্রহ করে করোনা-পরীক্ষার জন্য পাঠানো হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে ‘ফ্লু ক্লিনিক’ চালু করার পরে, মার্চের শেষ দিকে কয়েকদিন সেখানে ভাল ভিড় হয়। তবে তার পরে তা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। কিন্তু সোমবার থেকে ফের ভিড় হচ্ছে। হাসপাতালের এক চিকিৎসকের মতে, ‘‘খণ্ডঘোষে এক ব্যক্তির করোনা পরীক্ষার ফল ‘পজ়িটিভ’ আসার পরে মানুষের মধ্যে হয়তো খানিকটা ভয় তৈরি হয়েছে। তাই অনেকে পরীক্ষা করিয়ে নিতে চাইছেন। সে জন্যই ফ্লু ক্লিনিকে ভিড় হচ্ছে বলে মনে করা হচ্ছে।’’ ওই ক্লিনিকে ভিড় জমলেও হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা তুলনায় অনেক কম বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে বলেন, ‘‘অন্য দিনের তুলনায় সোমবার ‘ফ্লু ক্লিনিক’-এ ভিড় একটু বেশি ছিল। মঙ্গলবারও ভাল ভিড় হয়। এখানে চিকিৎসার পরে যাঁদের মধ্যে সন্দেহজনক কোনও লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হয়েছে।’’ ডেপুটি সুপার আরও জানান, সোমবার জেলা থেকে মোট ৮৬ জনের নমুনা করোনা-পরীক্ষায় পাঠানো হয়েছে। আজ, বুধবার সে সব রিপোর্ট আসার কথা।