নিজস্ব চিত্র।
পাঁচ মাস ধরে বেতন না পেয়ে আন্দোলনে নামলেন কোল ইন্ডিয়ার সিএমপিডিআই-এর প্রায় ২০০ কর্মী। তাঁদের অভিযোগ, ঠিকাদাররা ঠিক মতো বেতন দিচ্ছে না। বার বার সংস্থার আধিকারিকদের বলেও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান কর্মীরা। এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল-সহ অন্যান্য শ্রমিক সংগঠনের কর্মী এবং নেতারা।
কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই আন্দোলনের পরে তাঁদের বেতন না হয় তা হলে বৃহত্তর আন্দোলন বা ধর্মঘটের দিকে যাবেন তাঁরা। এই বিষয়ে সিএমপিডিআই-এর আধিকারিক এস আহমেদ জানান, ঠিকাদাররা ওই কর্মীদের বেতন দেন। কেন বেতন দেয়নি তা তাঁরাই বলতে পারবেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন।