জাতীয় সড়কের ধারে পড়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক। —নিজস্ব চিত্র
ফের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের জামালপুরে দু’টি লরির ধাক্কায় মৃত্যু হল দু’জনের।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার জামালপুরের জৌগ্রামের পদ্মপুকুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কলকাতাগামী বালি বোঝাই একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধাক্কা মারে সিমেন্ট তৈরির উপকরণ বোঝাই আর একটি লরি। প্রবল সংঘর্ষে বালি বোঝাই লরিটি জাতীয় সড়কে উল্টে যায়। অন্য লরিটির সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন ওই লরিরটির চালক এবং খালাসি। পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে জানান।
নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহত লালচাঁদ সিংহ এবং প্রতাপ সরকার দু’জনেই মালদহ জেলার বাসিন্দা। দুর্ঘটনার জেরে সোমবার জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি দু’টিকে সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল।