Coal Mine

Coal mine: জ্বলতে থাকা কয়লাখনিতে ধস, পরিদর্শনে গিয়ে তলিয়ে গেলেন খনির আধিকারিক

অন্ধকার নেমে যাওয়ার ফলে উদ্ধার করতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ২১:১৫
Share:

খনিগর্ভে তলিয়ে গেলেন এক ইসিএল-এর আধিকারিক

জ্বলতে থাকা কয়লাখনি পরিদর্শন করতে গিয়ে ধসের কবলে পড়ে খনিগর্ভে তলিয়ে গেলেন এক ইসিএল-এর আধিকারিক। পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার ২ নম্বর কেন্দা কয়লাখনির ঘটনা। উদ্ধার কাজ শুরু করল ইসিএলের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন।

অন্ধকার নেমে যাওয়ার ফলে উদ্ধার করতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। দিন কয়েকদিন আগেই কেন্দা ২ নম্বর কয়লাখনি সংলগ্ন এলাকায় মাটি ফেটে কালো ধোঁয়া ও আগুন বের হয়। পরে সেই আগুন নেভানোর জন্য মেশিনের সাহায্যে মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান ইসিএল কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার বিকেলে সেই এলাকায় পরিদর্শনে যান কেন্দা কয়লা খনির সিনিয়র ওভারম্যান আজয় মুখোপাধ্যায়। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পরেছে অন্যান্য খনি শ্রমিকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরেরাম সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement