CBI

CBI: কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা সিবিআইয়ের, লালা-সহ নাম ৪১ জনের

মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা পড়া চার্জশিটে লালা ছাড়াও নাম রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার। রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশের নামও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৫:৫৭
Share:

কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিটে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও নাম। ফাইল ছবি।

কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০-র নভেম্বরে এই সংক্রান্ত এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার জমা পড়া প্রাথমিক চার্জশিটে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালা-সহ মোট ৪১ জনের।

Advertisement

মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জমা পড়া চার্জশিটে ওই ৪১ জনের মধ্যে রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার নাম। তাঁরা সকলেই বর্তমানে জামিনে মুক্ত। তাঁদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও।

চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা, যাঁরা বর্তমানে জেলের বাইরে রয়েছেন, তাঁদের কাছেও এ বার সমন পাঠাবে সিবিআই। করা হবে আরও জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কাউকে জেরা করতে চাইতে পারে সিবিআই। তদন্তকারীদের দাবি, প্রাথমিক চার্জশিটে ৪১ জনের নাম থাকলেও, পরবর্তী কালে তাতে আরও অনেক নাম যুক্ত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement