Coal Case

Bikash Mishra: কয়লা ও গরুপাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন খারিজ, ফের জেল হেফাজতের নির্দেশ

গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে একাধিকবার বিনয় মিশ্র, বিকাশ মিশদের নাম উঠে আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৩:৩০
Share:

জেল হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে বিকাশ মিশ্রকে। নিজস্ব চিত্র।

কয়লা এবং গরুপাচার-কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আপাতত বিকাশকে জেলেই থাকতে হচ্ছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে চলতি মাসের ২০ তারিখ। তত দিন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘২৭ এপ্রিল বিকাশ মিশ্রের জামিনের আবেদন করা হয়েছিল। শুক্রবার ছিল তার শুনানি। সেখানে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।’’ উল্লেখ্য, কয়লা ও গরুপাচার মামলায় বিনয় মিশ্রের নাম উঠে আসার পর থেকেই তিনি ফেরার। দেশের বাইরে একটি দ্বীপপুঞ্জে বিনয় মিশ্র রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

তবে এই গরু ও কয়লা পাচার মামলায় বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে সিবিআই গ্রেফতার করেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরুপাচার-কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্রের নাম উঠে এসেছে। তাই বিকাশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement