Bardhaman

সেতুর নীচে দু’জনকে পিষে চম্পট দিল গাড়ি

ডিএসপি (সদর) বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০১:৫২
Share:

দুর্ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সেতুর নীচে শুয়ে থাকা দু’জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান স্টেশন লাগোয়া এলাকায়। পুলিশ জানায়, গাড়িটি দু’জনকে পিষে দিয়ে চম্পট দিয়েছে। সেটির খোঁজ চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ পুরনো রেলসেতু থেকে একটি গাড়ি তীব্র গতিতে নেমে এসে সেতুর নীচে শুয়ে থাকা দুই ফুটপাতবাসীকে চাপা দিয়ে নবাবহাটের দিকে চলে যায়। আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন, এক পুরুষ ও এক মহিলাকে পিষে দিয়ে চলে গিয়েছে গাড়িটি। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। দু’জনেরই আনুমানিক বয়স ৬০ বছর।

এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্টেশন এলাকায়। ওই চত্বরে রাতে অনেকেই রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকেন। তাঁদের মধ্যে অনেকে ভবঘুরে বা ভিক্ষাজীবী। নিজেকে শুক্রবার রাতের ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে শেখ ইরফান নামে এক জন জানান, ‘‘রাতে শুয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনতে পাই। দেখি, একটা গাড়ি নবাবহাটের দিকে চলে যাচ্ছে। পরে বুঝতে পারি, ওটাই দু’জনকে চাপা দিয়েছে। ওই ঘটনার পরে বেশ ভয়ে আছি।’’

Advertisement

ওই এলাকার ফল ব্যবসায়ী জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ‘‘রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণের কর্মীরা থাকেন। তার পরে জনবহুল এলাকায় তীব্র গতিতে মোটরবাইক, গাড়ি যাতায়াত করে। তার জেরেই এই দুর্ঘটনা।’’ আর এক ব্যবসায়ী সমীর চন্দ্রের বক্তব্য, ‘‘অনেকে রাতে কার্যত রাস্তার উপরেই শুয়ে পড়েন। দুর্ঘটনার পরেও এ দিন সকালে অনেকে রাস্তায় শুয়েছিলেন। এ ব্যাপারে পদক্ষেপ করা উচিত।’’

শনিবার সকালে ঘটনাস্থলে যান ডিএসপি (সদর) শৌভিক পাত্র। সঙ্গে ছিলেন ট্র্যাফিক পুলিশের আধিকারিকেরা। তাঁরা এলাকার মানুষজনের কথা বলেন। ডিএসপি (সদর) বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement