ফাইল চিত্র।
পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর করা ও খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম উত্তম প্রসাদ। বর্ধমান শহরের বড়নীলপুরের শান্তিপাড়ায় তাঁর বাড়ি। বুধবার ভোর রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেন।
পুলিস জানিয়েছে, বর্ধমান থানার শালবাগানের বাসিন্দা চৈতালি রায়ের সঙ্গে বেশ কয়েক বছর আগে উত্তমের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগে চৈতালি জানিয়েছেন, বিয়ের পর গায়ের রং নিয়ে তাঁকে হামেশাই খোঁটা দেওয়া হত। তার কিছু দিন পর মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাঁকে মারধরও করতেন স্বামী। পরে তিনি জানতে পারেন, গাংপুরের এক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক রয়েছে। তার প্রতিবাদ করায় স্বামী তাঁকে আরও মারধর করেন বলে অভিযোগ চৈতালির।
চৈতালির অভিযোগ, দিন কয়েক আগে তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেচারহাট এলাকায় স্বামী ও তাঁর প্রেমিকা তাঁকে পথে আটকে মারধর করেন। এমনকি, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করান।