Tea

Tea: দাম চাওয়ার ‘অপরাধে’ অন্য মোদীর গায়ে ঢেলে দেওয়া হল কেটলি ভর্তি ফুটন্ত চা!

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আহলুওয়ালিয়াও ঘটনার নিন্দা করে বলেন, ‘‘আমি পুলিশ-প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২২:৩১
Share:

প্রতীকী ছবি।

চা দিয়ে পয়সা চাওয়ার ‘অপরাধে’ চাওয়ালার গায়ে গরম চা ঢেলে দিলেন এক ডাব বিক্রেতা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সিটি বাসস্ট্যান্ডের কাছে রেলওয়ে পার্কিংয়ের কাছের চায়ের দোকানে।

অভিযোগ, চায়ের জন্য টাকা চাওয়ায় এক ব্যক্তি তার দোকান থেকেই চায়ের কেটলি তুলে নিয়ে গায়ে ফুটন্ত চা ঢেলে দেন। গুরুতর দগ্ধ হওয়ায় চা বিক্রেতা দেবেন্দ্র মোদীকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রেলপাড়ের কোয়রি মহল্লার বাসিন্দা দেবেন্দ্রর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।

Advertisement

ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে এলাকায় প্রকাশ্যে এই ধরনের গুন্ডামি করায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার বিষয়ে জানতে পেরে, তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রাজু আহলুওয়ালিয়াও ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘আমি পুলিশ-প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব।’’

দগ্ধ চা বিক্রেতা দেবেন্দ্র জানান, সোমবার তিনি দোকানে চা বিক্রি করছিলেন। হাটন রোডের মোড়ে ডাব বিক্রেতা মহম্মদ শামিম এসে চা চান। দেবেন্দ্র বলেন, ‘‘শামিম চা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন। টাকা চাইলে তিনি আমাকে গালিগালাজ করতে থাকে। আমি পাল্টা জবাব দিলে তিনি দোকানের উনুন থেকে কেটলি ভর্তি গরম চা তুলে আমার গায়ে ঢেলে দেন।’’

Advertisement

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, ঘটনার পরেই শামিম পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দেবেন্দ্রকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement