Asansol

পাথর খাদানে ভেসে ওঠা দেহগুলি একই পরিবারের চার জনের! ধোঁয়াশা মৃত্যুর নেপথ্য কারণ নিয়ে

রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দেহগুলি দেখে থানায় খবর দেন। এর পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১১:৪১
Share:

উদ্ধার চার দেহ। ফাইল ছবি।

জল ভর্তি পরিত্যক্ত পাথর খাদান থেকে চার দেহ রবিবার রাতেই উদ্ধার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার জন একই পরিবারের সদস্য। মৃতদের আত্মীয়েরা দেহ শনাক্ত করেছেন। যদিও ঘটনার নেপথ্য কারণ কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি, এলাকার পরিত্যক্ত পাথর খাদানগুলি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দেহগুলি দেখে থানায় খবর দেন। এর পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশেরও অনুমান ছিল, মৃত চার জনই একই পরিবারের সদস্য। দেহ শনাক্তকরণের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন বিজয় রাউত (৪৫), মিতু রাউত (৩৭), কৃষ্ণকুমার রাউত (১১) এবং ৩ বছরের এক শিশুকন্যা। তাঁদের বাড়ি লাল বাংলা এলাকায়। বিজয়, বিদ্যুৎ দফতরে ঠিকা শ্রমিকের কাজ করতেন। তাঁদের কিছু আত্মীয় আসানসোলেই থাকেন। তাঁরাই দেহ শনাক্ত করেছেন বলে খবর পুলিশ সূত্রে। একই সঙ্গে, খবর দেওয়া হয়েছে বিজয়ের এক দাদাকে, যিনি বিহারের জামুই জেলায় থাকেন। পুলিশ সূত্র জানাচ্ছে, সোমবার দুপুরে সেই দাদার আসানসোলে আসার কথা।

দেহ উদ্ধারের পর এলাকার পরিত্যক্ত পাথর খাদানগুলি ভরাট করার দাবি তুলতে শুরু করেছেন স্থানীয়েরা। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে এলাকার পাথর খাদানগুলি বন্ধ হয়ে গিয়েছে। সেগুলি প্রায় ৩০০ ফুট গভীর। দু’বছর আগে ওই এলাকাতেই পাথর খাদানে পড়ে গিয়ে মারা গিয়েছেন দুই তরুণী। তার পরেও প্রশাসনের হুঁশ ফেরেনি বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement