Dilip Ghosh

কাটোয়ার মেলায় কাটারি কিনলেন দিলীপ! কেন? মুচকি হেসে বিজেপি নেতার জবাব, ‘অনেক কাজ আছে’

মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ঐতিহ্যবাহী গোপীনাথ মেলায় ঘুরছিলে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ। পুজো দেওয়ার পরে মেলায় ঘুরতে ঘুরতে একটি দা, বঁটি, কাটারির দোকানে গিয়ে থমকান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২২:০২
Share:
Dilip Ghosh

কাটোয়ার মেলায় কাটারি কিনছেন দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

বিতর্কিত মন্তব্য করে গত কয়েক দিনে রাজ্য রাজনীতির আলোচনায় আবার দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদের ‘গলা টিপে দেব’, ‘বাপ নয় চোদ্দোপুরুষ তুলব’ মন্তব্যের নিন্দায় তৃণমূল। তবে দিলীপের নিজের কথায়, ‘মেজাজ একই থাকবে।’ এ হেন বিজেপি নেতাকে দেখা গেল মেলায় কাটারি কিনতে। কারণ কী? স্বভাবসিদ্ধ ঢঙে রহস্যজনক মন্তব্য করলেন দিলীপ।

Advertisement

মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ঐতিহ্যবাহী গোপীনাথ মেলায় ঘুরছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ। পুজো দেওয়ার পরে মেলায় ঘুরতে ঘুরতে একটি দা-বঁটি-কাটারির দোকানে গিয়ে থমকান তিনি। একটি কাটারি হাতে নিয়ে বেশ কিছু ক্ষণ সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে পছন্দ হল তাঁর। দাম দিয়ে ধারালো অস্ত্রটি কিনে নেন।

মেলায় এসে হঠাৎ কাটারি? দিলীপ অবশ্য বলছেন, ওটা দা। সেই ‘দা’ হাতে নিয়ে মেলায় বেশ কিছু ক্ষণ ঘুরতে দেখা গেল তাঁকে। অস্ত্রটি কেনার কারণ জানতে চাইতে বিজেপি নেতা বলেন, ‘‘দা-এর অনেক কাজ আছে। এক দা-এ অনেক কাজ হয়ে যাবে।’’ ব্যস, ওইটুকু। আর কোনও মম্তব্য না-করে মেলার ভিড়ে ঢুকে পড়েন ‘বিতর্কিত’ বিজেপি নেতা।

Advertisement

মঙ্গলবার অগ্রদ্বীপের মেলার প্রথম দিন। দিলীপ দুপুর নাগাদ অগ্রদ্বীপে গিয়ে প্রথম ওঠেন বিজেপির রাজ্য কমিটির সদস্যকৃষ্ণ ঘোষের বাড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে গোপীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন। মেলায় দলীয় শিবিরে কিছু ক্ষণ বসে কর্মীদের সঙ্গে গল্প করেন। খানিক জনসংযোগও সারেন মেলায়। তার পর কৃষ্ণের বাড়ির দিকে যাওয়ার সময় একটি কাটারি কিনে নিয়ে যান।

উল্লেখ্য, সামনেই রামনবমী। বিজেপি ধুমধাম করে রামনবমীর মিছিলের প্রস্তুতি নিচ্ছে। সেই মিছিলে কি কাটোয়ায় কেনা কাটারি হাতে দেখা যাবে দিলীপকে? বিজেপি নেতা স্পষ্ট জবাব দেননি। নেতার মতো রহস্যের হাসি হেসে প্রশ্ন এড়ালেন কর্মীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement