ফাইল চিত্র।
এক সিভিক ভলান্টিয়ারের পরনে জলপাই রঙের পোশাক দেখে তা নিয়ে প্রশ্ন তুললেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার জামুড়িয়া ব্লকের ছত্রিশগণ্ডা গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন দলের একটি কর্মী সম্মেলনে যোগ দিতে গ্রামে আসেন বাবুল। নিজেই গাড়ি চালিয়ে গ্রামে ঢোকেন বাবুল। সম্মেলন মঞ্চের অদূরেই ওই সিভিক ভলান্টিয়ার কর্তব্যরত অবস্থায় ছিলেন। গাড়ি থামিয়ে তাঁকে বাবুল প্রশ্ন করেন, ‘‘আপনি মিলিটারি পোশাক কেন পরেছেন? এটা তো সেনাকর্মী ছাড়া অন্য কেউ পরতে পারেন না।’’ বাবুলের প্রশ্ন শুনে ওই সিভিক ভলান্টিয়ার বলেন, ‘‘আমাকে তো থানা থেকেই এই পোশাক দিয়েছে।’’ এর পরে সেই সিভিক ভলান্টিয়ারের বেশ কয়েকটি ছবি তুলে বাবুল বলেন, ‘‘এর ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টা ঠিক জায়গায় জানাব।’’ পুলিশ সূত্রে খবর, ওই সিভিক ভলান্টিয়ার পাণ্ডবেশ্বর থানায় কর্মরত। তবে কেন এমন ঘটনা, সে প্রসঙ্গে থানার কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ বলেন, ‘‘কী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পোশাক নিয়ে আপত্তি তুলেছেন, তা খতিয়ে না দেখে মন্তব্য করা সম্ভব নয়।’’