বিএডে ভর্তিতে ‘বেনিয়ম’, বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হিউম্যানিটিজ় ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০০:০৩
Share:

বি এড ছাত্রছাত্রীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

ভর্তির নিয়ম মানা হচ্ছে না, অভিযোগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএড পাঠরত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, বিএড-এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের নিয়ম রয়েছে। আর বহিরাগতরা ভর্তি হতে পারে কুড়ি শতাংশ আসনে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় এই নিয়ম মানছে না, বলে তাঁদের অভিযোগ। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে আটকে পড়েন রেজিস্ট্রার, ডিন অফ আর্টস। রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন বলেন, ‘‘আপাতত ভর্তি স্থগিত রাখা হয়েছে। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হিউম্যানিটিজ় ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, গত বুধবার বিএড-এর নোটিফিকেশন দেওয়া হয়। তাতে বলা হয় ২৫ জুলাই থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। অভিপ্সা ভঞ্জ এবং সায়ন প্রামাণিকদের দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট খুব দেরিতে বের হয়। ফলে তারা বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক সময় আবেদন করতে পারেন না। এর পরেও যদি সংরক্ষণের নিয়ম না মানা হয় সে ক্ষেত্রে তাদের ওই কোর্সে ভর্তি হওয়াই অত্যন্ত সমস্যা হবে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা অভিষেক নন্দী বলেন, ‘‘ছাত্র-ছাত্রীদের এই দাবী ন্যায্য। বিশ্ববিদ্যালয়ের বিষযটি গুরুত্ব দিয়ে ভাবা উচিত।’’

ডিন অফ আর্টস রমেন সর জানিয়েছেন, বিএড-এর প্রায় সাড়ে ১২ হাজার আসন থাকলেও অর্ধেক ভর্তি হয়নি। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে এবং ইসি বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত হয়েছে বলেও তাঁর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement