কুলটিতে ভিকে সিংহ। নিজস্ব চিত্র
রাজ্যে বদল আসবে আসানসোল থেকেই, দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে দাবি করলেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও জাতীয় সড়ক দফতরের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিংহ। এ দিন কুলটিতে বিজেপির ‘জনজাগরণ মঞ্চ’ কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানেই দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে শীঘ্রই বদল আসবে এবং তা আসানসোল থেকেই শুরু হবে।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবি করেন, ৩৭০ ধারা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছিল। তাতে সেখানকার মানুষ ও দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এই ধারা বিলোপ হওয়ায় সেখানে অনেক বেশি সরকারি অর্থ পৌঁছবে, মানুষের উন্নয়ন হবে বলে তাঁর দাবি। কর্মীদের তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গেও মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। বাম জমানার অবসান ঘটিয়ে এখন যারা ক্ষমতায় রয়েছে তাদের জন্যও মানুষ আতঙ্কে রয়েছেন। তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে।’’
কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির প্রতিক্রিয়া, ‘‘বদল বলতে উনি হয়তো দলের সাংগঠনিক বদলের কথা বলেছেন। সে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’’