সমস্যা শুনতে আজ রাত থেকে গ্রামে বিধায়কেরা

বৃহস্পতিবার এই কর্মসূচিতে পথে নামেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘২ অগস্ট চিনাকুড়ির একটি আদিবাসী গ্রামে রাত কাটানোর নির্দেশ এসেছে। সেখানে গিয়ে আমি অভাব-অভিযোগ শুনব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০১:৩৫
Share:

কুলটিতে কার্ড বিলি বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র

আজ, শুক্রবার থেকে নিজের এলাকায় বিভিন্ন গ্রামে অভাব-অভিযোগ শুনতে রাত কাটাবেন তৃণমূল বিধায়কেরা। বৃহস্পতিবার ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনায় এ কথা জানান রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক।

Advertisement

এ দিন সকালে আসানসোলের আপকার গার্ডেনে দলীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেন মন্ত্রী মলয় ঘটক। বিশেষ নম্বর লেখা কার্ড এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন। তিনি বলেন, ‘‘এটা নেতাদের মনের কথা শোনার কর্মসূচি নয়। আমাদের নেত্রী সাধারণ মানুষের মনের কথা শুনে পদক্ষেপ করবেন।’’ মলয়বাবু জানান, ২ অগস্ট থেকে শিল্পাঞ্চলের পাঁচ বিধায়ক নিজেদের এলাকায় রাত্রিযাপন করে এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। তিনি বলেন, ‘‘দলের উচ্চ নেতৃত্ব গ্রামের নাম ঠিক করে পাঠাবেন। কোন গ্রামে আমাকে যেতে হবে তা এখনও ঠিক হয়নি।’’

বৃহস্পতিবার এই কর্মসূচিতে পথে নামেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘২ অগস্ট চিনাকুড়ির একটি আদিবাসী গ্রামে রাত কাটানোর নির্দেশ এসেছে। সেখানে গিয়ে আমি অভাব-অভিযোগ শুনব।’’ কুলটি ব্লক তৃণমূল সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায় জানান, বেশি করে মানুষের দোরে পৌঁছতে দলের নেতাদের নানা ভাগে ভাগ করে কাজে নামার সিদ্ধান্ত হয়েছে। যুব তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বুম্বা চৌধুরীর নেতৃত্বে ছাত্র-যুবদের একটি দল বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের কাছে যাবেন বলে পরিকল্পনা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বারাবনির বিধায়ক বিধান উপধ্যায়ও নিজের এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন। তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ জানান, সালানপুরেও এই কর্মসূচি পালন হয়েছে। বারাবনি ও সালানপুর, দুই এলাকাতেই পালা করে রাত্রিযাপন করা হবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বুধবার থেকেই এই কর্মসূচিতে নেমেছেন। তিনি জানান, পুরসভার তৃণমূল কাউন্সিলরদেরও কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement