Anubrata Mandal

Anubrata Mandal: ওটা বাদে অন্য প্রশ্ন আছে কি? হাই কোর্টে ‘রক্ষাকবচ’ না পাওয়া নিয়ে বললেন অনুব্রত

মঙ্গলবার আসানসোলে কর্মিসভা করেন অনুব্রত। ঘটনাচক্রে একই দিনে অনুব্রতকে ‘রক্ষাকবচ’ দেয়নি উচ্চ আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৯:০৬
Share:

‘কবচ’ প্রশ্ন এড়ালেন অনুব্রত মণ্ডল। — ফাইল চিত্র।

গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘রক্ষাকবচ’ দেয়নি কলকাতা হাই কোর্ট। তা নিয়ে মন্তব্য করতে নারাজ অনুব্রত। মঙ্গলবার তিনি লোকসভা উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন আসানসোলে। সেখানে ওই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
আসানসোলে মঙ্গলবার একটি কর্মিসভা করেন অনুব্রত। ঘটনাচক্রে একই দিনে তাঁকে ‘রক্ষাকবচ’ দেয়নি উচ্চ আদালত। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান অনুব্রত। প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি বলেন, ‘‘ওটা বাদ দিয়ে অন্য কোনও কথা আছে কি?’’

Advertisement

আসানসোল লোকসভায় উপনির্বাচনে গত দু’বার বিজেপি জিতলেও এ বার জয় নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত। তাঁর মন্তব্য, ‘‘আমি চ্যালেঞ্জ করলাম। আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভর করে জিতব। এখানে দু’-আড়াই লক্ষ ভোটে বিজেপি-কে হারানো হবে।’’

সোমবারই বিতর্কে জড়িয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তা নিয়ে প্রশ্ন করতেই এক সাংবাদিককে অনুব্রতর পাল্টা প্রশ্ন, ‘‘নরেন কী বলল আর ওটা ডামি করা হল। আপনি কি কাছে বসেছিলেন না কি?’’ আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উদ্দেশে তিনি বলেন, ‘‘উনি কি আসানসোলটা গোটাটাই কিনে নিয়েছেন না কি যে আমি প্রচার করতে পারব না? রাস্তা, গাড়ি, বাড়ি সব কিনে নিয়েছে না কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement