Death

Suicide: হাতে লেখা, ‘আই লভ ইউ, দি এন্ড!’ তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার কালনায়

বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় কালনার বন্দেবাজ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল (১৯)-এর ঝুলন্ত দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৫:৫২
Share:

তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের কালনায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় কালনার বন্দেবাজ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল (১৯)-এর ঝুলন্ত দেহ। সৌরভের পিসেমশায় সুজন বসু বলেন, ‘‘অন্য দিনের মতো বুধবার রাতে খাওয়াদাওয়া করে নিজের ঘরে শুতে যায় সৌরভ। সকালে তাকে না দেখতে পেয়ে দরজা ভাঙা হয়। দেখা যায়, সৌরভ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সুজন আরও বলেন, ‘‘নিজের হাতঘড়িটি রাত ১২টার সময় বন্ধ করে দিয়েছিল সৌরভ। তার হাতে লেখা ছিল, ‘আই লাভ ইউ, দি এন্ড!’ সৌরভের হাতে ‘লভ’ চিহ্নও আঁকা ছিল।’’ এ সব দেখে সৌরভের পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণেই সৌরভ আত্মঘাতী হয়েছে। কালনা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

সৌরভের বন্ধু গোপীনাথ মণ্ডলের কথায়, ‘‘পড়াশোনার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ করত ও। কিন্তু কোনও দিনই ও প্রেমের সম্পর্কের কথা আমাদের বলেনি। ও খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল। কেন এমন করল জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement