Prisoner Death

অশীতিপর বন্দির মৃত্যু বর্ধমান মেডিক্যাল কলেজে, রিপোর্ট মানবাধিকার কমিশনে

পুলিশ সূত্রের খবর, বাহার আলি শেখ ওরফে ভরি শেখ দীর্ঘ দিন ধরে কালনা সংশোধনাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২১:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জেলের ভিতরে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করানো হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজে। কিন্তু বাঁচানো গেল না এক অশীতিপর বন্দিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এ নিয়ে জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে হল সংশোধনাগার কর্তৃপক্ষ। কী ভাবে মৃত্যু হল ওই বন্দির, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বাহার আলি শেখ ওরফে ভরি শেখ দীর্ঘ দিন ধরে কালনা সংশোধনাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু শনিবার ওই বন্দি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সংশোধনাগারে চিকিৎসা হচ্ছিল বৃদ্ধ বন্দির। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি। তখন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পুলিশ সেলে রেখে শুরু হয়েছিল তাঁর চিকিৎসা। কিন্তু রবিবার রাতে বাহার মারা যান।

সোমবার বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ। কী ভাবে তাঁর মৃত্যু হল তা জানতে দেহের ময়নাতদন্ত হয়েছে। বন্দির মৃত্যু নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন বর্ধমানের সিজেএম চন্দা হাসমত। তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তও শুরু হয়েছে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে বধূ নির্যাতন ও খুনের মামলায় গ্রেফতার হন বাহার। সেই মামলাটি এখনও চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement