—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বর্ষবরণের রাতে যে অতিথিরা আসবেন, তাঁদের সকলকে কন্ডোম এবং ওআরএসের প্যাকেট উপহার পাঠাল পুণের একটি পাব। এই তথ্য ছড়াতেই মহারাষ্ট্রের শহরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সংস্কৃতির অবমাননার অভিযোগ করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। ইতিমধ্যে যুব কংগ্রেসের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অন্য দিকে, ওই পানশালা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।
পুরনো বছরের শেষ রাত এবং নতুন বছরের সূচনায় বিভিন্ন পানশালা খদ্দেরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ‘অফার’ দেয়। পুণের একটি পাব সকলের নজর কাড়তে এক কদম এগিয়ে আমন্ত্রিতদের কন্ডোম এবং ওআরএসের প্যাকেট দিচ্ছে। বর্ষবরণের রাতের জন্য যাঁরা আগেভাগে পাবে ঢোকার ছাড়পত্র নিচ্ছেন, তাঁদের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেসের নেতারা। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের তরফে পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে ওই পাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। যুব কংগ্রেসের নেতারা তাঁদের অভিযোগের প্রমাণ হিসাবে পাবের বিজ্ঞাপন এবং ভাইরাল হওয়া ভিডিয়ো দেখিয়েছে।
সোমবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন বলেন, ‘‘আমরা এই পাব এবং নাইটলাইফ সংস্কৃতির এমনিতেই বিরোধী। তার পরেও বিভিন্ন পানশালা কর্তৃপক্ষ যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে নানা ‘অফার’ দেয়। পুণে শহরে এমন অজস্র পাব এবং বার রয়েছে, যারা এই কাজ করছে। পানাহার করতে গেলে যে কর্তৃপক্ষ কন্ডোম উপহার দেয়, তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিক, এটাই আমাদের দাবি।’’
পুণে পুলিশের তরফে জানানো হয়েছে, শহরের একটি পাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।