TMC

পূর্ব বর্ধমানেও অভিষেকের যাত্রায় প্রার্থী বাছাইয়ে ছাপ্পা ভোটের অভিযোগ

পূর্ব বর্ধমানেও অভিষেক বন্দোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’য় প্রার্থী বাছাইয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২৩:১৩
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

পূর্ব বর্ধমানেও অভিষেক বন্দোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’য় প্রার্থী বাছাইয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।

Advertisement

শনিবার সন্ধ্যায় জামালপুরে জেলার ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। সেখানে জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খানের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তোলেন প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত পাল। অভিযোগ, যাঁরা প্রকৃত ভোটার, যাঁদের তালিকায় নাম নথিভুক্ত আছে, তাঁরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না। শুধু তা-ই নয়, ব্লক সভাপতির ঘনিষ্ঠ লোকজন বেআইনি ভাবে প্রকৃত ভোটারদের জায়গায় ভোট দিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ।

একই অভিযোগ করেন জেলা পরিষদের সদস্যা মেহেরা কীর্তনীয়া। তাঁর অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা ভোটের দানে বাধা সৃষ্টি করছেন। জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ পালের দাবি, বিভিন্ন বুথে বালি খাদানের মালিকদের বুথ সভাপতি সাজিয়ে ভোট প্রক্রিয়া চলছে।

Advertisement

মেহমুদ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘দলের নির্দেশ মত এবং দলের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া চলছে। কে কী অভিযোগ করল, আমার জানা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement