বাড়িতে ধাক্কা বেনাচিতিতে। —নিজস্ব চিত্র।
বেআইনি ভাবে ফ্ল্যাট নির্মাণ এবং ভারী ডাম্পার দিয়ে নির্মাণ সামগ্রী বহন করার ফলে এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে বেনাচিতির এক প্রোমোটারের বিরুদ্ধে। বৃহস্পতিবার শ্রীনগরপল্লি এলাকায় চয়ন মাঠের কাছে পাথরকুচি বোঝাই একটি ডাম্পার উল্টে গিয়ে পাশে একটি বাড়িতে ধাক্কা মারে। এর পরেই স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তাঁরা মহকুমাশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও করেন।
বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের কাউন্সিলর অনিন্দিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক এবং একাধিক স্থানীয় তৃণমূল নেতার প্রশ্রয়ে বাবলু দাস নামে ওই প্রোমোটার এ ভাবে কাজ-কারবার চালিয়ে যাচ্ছে। বাবলুবাবু কোনও বেআইনি ফ্ল্যাট নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দা মুনমুন সরকার বলেন, ‘‘সরু রাস্তায় ডাম্পার চলাচলে যে কোনও সময়ে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে।’’ অনিন্দিতাদেবী অবশ্য বলেন, ‘‘আমার গাড়ির চালক বা দলের অন্য কেউ এ সবে জড়িত নয়। আমি খবর পেয়ে এলাকায় গিয়েছিলাম। ওই প্রোমোটারকে বলা হয়েছে, ভারী গাড়ি চলাচলে রাস্তার ক্ষতি হচ্ছে। ফের যেন এমন না নয়।’’ মহকুমাশাসকের অফিসের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।