Asansol

শুকনো লতাপাতা পোড়াতে গিয়ে সাব স্টেশনে আগুন লাগিয়ে ফললেন বিদ্যুৎ কর্মীরা

ঘাস লতাপাতা শুকনো হয়ে যাওয়ার পর শুক্রবার সাব স্টেশনের কর্মীরাই আগুন লাগিয়ে দেন তাতে। সেই আগুনই বড় আকার ধারণ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২৩:৩৫
Share:

সাব স্টেশনে আগুন। নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণপুরে বিদ্যুৎ দফতরের এক সাব স্টেশনে অগ্নিকাণ্ড। ঘটনাচক্রে সেই আগুন লাগিয়ে ফেলেন ওই সাব স্টেশনের কর্মীরাই। আগুন নেভাতে ডাকতে হয় দমকলকে।

Advertisement

সাব স্টেশনের অফিস এক্সিকিউটিভ মহেশ্বর মণ্ডল জানিয়েছেন, সাব স্টেশনের একটি অংশের খোলা জায়গায় রাখা ছিল কিছু বিদ্যুতের পোল। সেগুলির উপর লতাপাতা জন্মে জঙ্গল হয়ে গিয়েছিল। সাপের বাসা হওয়ার ভয়ে কয়েক দিন আগে সেগুলি কেটে দেওয়া হয়।

ঘাস লতাপাতা শুকনো হয়ে যাওয়ার পর শুক্রবার সাব স্টেশনের কর্মীরাই আগুন লাগিয়ে দেন তাতে। সেই আগুনই বড় আকার ধারণ করে। আসলে ঘাস লতাপাতার নীচে ছিল ট্রান্সফর্মারের মোবিল। তাতে আগুন লেগে যাওয়ার ফলেই পরিস্থিতি ওই কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয় পেয়ে যান কর্মীরা।

Advertisement

এর পরই আগুন লাগার খবর যায় দকমকলে। সেখান থেকে একটি ইঞ্জিন এসে কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নেভায়। আগ্নিকাণ্ডের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল এই সাব স্টেশনের পরিষেবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement