arres

বর্ধমানে পুলিশের জালে বাংলাদেশি যুবতী এবং তাঁর স্বামী

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ২৩:২২
Share:

বাংলাদেশি এক যুবতী ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম নূরতাজ আকতার মিম ও শেখ শামিম। বাংলাদেশের নুরানগঞ্জ জেলার এনায়েতনগরে নূরতাজের বাড়ি। বর্ধমান শহরের তেঁতুলতলাবাজারে সামিমের বাড়ি। পুলিশ সূত্রে খবর, নূরতাজকে বিয়ে করেছে শামিম। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে তেঁতুলতলা বাজারে শামিমের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় নূরতাজ ও শামিমকে। ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ও ১৪সি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১ জুলাই ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি এক যুবতীকে তেঁতুলতলাবাজারে আটকে রাখা হয়েছে বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে কিছু দিন আগে নূরতাজ এ রাজ্যে আসে। তাঁকে বাংলাদেশ থেকে এ দেশে আসতে সাহায্য করেন শামিম। এক দালালের মাধ্যমে অবৈধ ভাবে বর্ডার অতিক্রম করে নূরতাজ এ রাজ্যে আসেন। দালালের সঙ্গে তাঁর যোগাযোগের ব্যবস্থা করে দেয় শামিম। নূরতাজের কাছে এ দেশে আসার বৈধ কোনও কাগজপত্র নেই। এ দেশে আসার পরেই নূরতাজ ও শামিমের বিয়ে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement