Durgapur

বুকে রড গেঁথে মৃত্যু শ্রমিকের, দুর্গাপুরে কারখানায় কাজ করার সময় দুর্ঘটনা

কারখানার ভিতর এ ভাবে মৃত্যু হওয়ায় স্বাভাবিক ভাবে বাকি শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মৃত দেবীপ্রসন্নর পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন শ্রমিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৪:৫২
Share:

কারখানায় শ্রমিকের মৃত্যুতে ক্ষোভ। নিজস্ব চিত্র।

দুর্গাপুরের সগরভাঙার এক বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল ১ শ্রমিকের। শনিবার রাতে তিনি ডিউটিতে আসেন। রবিবার ভোরের দিকে দুর্ঘটনা ঘটে। একটি রড কোনও ভাবে ছিটকে এসে তাঁর বুকে গেঁথে যায়। তাতেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

মৃত শ্রমিকের নাম দেবীপ্রসন্ন নন্দী (৪৫) বলে জানা গিয়েছে। তিনি চুক্তি ভিত্তিক শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দেবীপ্রসন্ন দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের বাসিন্দা ছিলেন। কারখানার ভিতর এ ভাবে মৃত্যু হওয়ায় স্বাভাবিক ভাবে বাকি শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মৃত দেবীপ্রসন্নর পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন শ্রমিকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement