Road Accident

চোখের সামনে ঘটেছে মৃত্যু, পথ দুর্ঘটনা এড়াতে রাস্তায় কাদা সরানোই ব্রত ভাতারের কামালের

রাস্তা থেকে কাদার স্তূপ নিজের টোটোয় তুলে তা ফেলে দিয়ে আসছেন এক যুবক। ভাতারের নর্জা বাসস্ট্যান্ডে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:৫৩
Share:

রাস্তা থেকে কাদা সরাতে ব্যস্ত শেখ কামালউদ্দিন। নিজস্ব চিত্র

বাস থেকে নামতেই রাস্তার উপরে পড়ে থাকা কাদার স্তূপে পা হড়কে গিয়েছিল এক যাত্রীর। আর তাঁর উপর দিয়েই চলে গিয়েছিল সেই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই যাত্রীর। কিছু দিন আগে এমনই এক দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের টোটোচালক শেখ কামালউদ্দিন। সেই দৃশ্য দেখার পর রাস্তা থেকে কাদা সরানোর দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধেই।

Advertisement

রাস্তা থেকে কাদার স্তূপ নিজের টোটোয় তুলে তা ফেলে দিয়ে আসছেন এক যুবক। ভাতারের নর্জা বাসস্ট্যান্ডে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য। স্বচক্ষে পথ দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর থেকে স্বেচ্ছায় এই কাজ করে আসছেন কামালউদ্দিন। সেই দুর্ঘটনার স্মৃতির কথা টেনেই কামালউদ্দিন বলছেন, ‘‘ওই দুর্ঘটনার পর আমি সঙ্কল্প নিয়েছিলাম, রাস্তার ওপর কাদা পড়ে থাকলে তা আমি সরিয়ে ফেলব। ওই কাদা মূলত মাঠ থেকে আসা ট্র্যাক্টরের চাকায় লেগে থাকে।’’

কামালউদ্দিনের এই কাজ নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদেরও। স্থানীয় বাসিন্দা শেখ মুখতার বলেন, ‘‘এটা আপাতদৃষ্টিতে একটা ছোট কাজ। কিন্তু এটা খুবই মহৎ উদ্যোগ। এ ভাবে সকলে এগিয়ে এলে সমাজের মঙ্গল হয়।’’প্রশংসা শুনে অবশ্য কিছুটা বিব্রত কামালউদ্দিন। তাঁর বক্তব্য, ‘‘এটা করে আমি খুব তৃপ্তি পাই। যাতে আর দুর্ঘটনা না ঘটে সেটাই আমি চাই।’’

Advertisement

এই উদ্যোগেই কামাল করেছেন কামালউদ্দিন। মন জয় করে নিয়েছেন এলাকার সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement