Protest

কাজের চাপেই হৃদ্‌রোগে মৃত্যু শিক্ষকের, দাবি পরিবারের, দেহ নিয়ে চাকরির দাবিতে বিক্ষোভ

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষকের। তিনি ওই কলেজের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ২২:৩৩
Share:

মঙ্গলবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ মৃতের পরিবারের। —নিজস্ব চিত্র।

চাকরির দাবিতে এক শিক্ষকের দেহ কলেজের মধ্যে রেখে বিক্ষোভ দেখালেন তাঁর পরিবারের সদস্য-সহ সহকর্মী এবং শিক্ষাকর্মীরা। মৃতের পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই শিক্ষক। ফলে তাঁর পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে। মঙ্গলবার এই দাবিতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ দেখান তাঁরা।

Advertisement

মৃতের পরিবার জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর চল্লিশের শিক্ষক দেবেন্দ্রনাথ পট্টনায়কের। তিনি ওই কলেজের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। মঙ্গলবার এই বিক্ষোভকে কেন্দ্র করে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ শেষমেশ কলেজ কর্তৃপক্ষ লিখিত ভাবে চাকরির প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement