Barddhaman

একটি খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে, চলছে পরীক্ষা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১২
Share:

খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। নিজস্ব চিত্র।

একটি খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। ওই এলাকার বাসিন্দাদের দাবি, সেটি মানুষের খুলি।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার দুর্গাপুরের সেপকো কলোনিতে ওই খুলিটি উদ্ধার হয়। স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুলিটি সেপকো কলোনির ২টি বাড়ির মাঝের একটি অংশে পাওয়া গিয়েছে। এলাকাবাসীর দাবি, সেটি দেখতে অবিকল মানুষের খুলির মতো। খুলিটির সঙ্গে একটি জামাও পাওয়া গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, খুলিটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি মানুষেরই কঙ্কালের অংশ। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই এ বিষয়ে সবিস্তার জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement